দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৩৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – বেস্ট হোল্ডিংসের ৩৩.২২ কোটি টাকা, লাভেলোর ২০.৯৫ কোটি টাকা, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ১৯.৭৩ কোটি টাকা, গোল্ডেন সনের ১৮.৬৪ কোটি টাকা,

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১৫.৮৭ কোটি টাকা, ফু-ওয়াং ফুডে ১৩.৫৪ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.০৩ কোটি টাকা, ফু-ওয়াং সিরামিকসের ১২.৮৩ কোটি টাকা ও ম্যাকসন স্পিনিংয়ের ১০.৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে।