দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ৬.৯৮ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে: জাহিন টেক্সটাইলের ৬.১৫ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৫.৮৩ শতাংশ, অ্যালটেক্সের ৫.৮০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৫.৬৮ শতাংশ,
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৫.৪১ শতাংশ, আইএফআইএল ইসলাম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.০৮ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.০৮ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের ৫.০৬ শতাংশ শেয়ার দর কমেছে।