দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দীর্ঘদিন পর পুঁজিবাজারে ক্রেতাদের কিছুটা দাপট দেখা গেছে। এদিন ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৯৭ পয়েন্টের বেশি। সূচকের এমন নেপথ্যে ভূমিকায় ছিল ১০ কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো: বিএটিবিসি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীন ফোন, রেনেটা, লাফার্জহোলসিম এবং লাভেলো আইস্ক্রিম। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সূচকের উত্থানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে বিএটিবিসির শেয়ার। আজ ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটি ১৩.৬১ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটি সূচকে ৬.৮৮ পয়েন্ট যোগ করেছে। ৫.১৭ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর সূচকে বেক্সিমকো ফার্মা ৫.১৬ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ৪.১২ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ৩.৫৪ পয়েন্ট, গ্রামীণ ফোন ৩.৪১ পয়েন্ট, রেনেটা ৩.০৩ পয়েন্ট, লাফার্জহোলসিম ২.৬৮ পয়েন্ট এবং লাভেলো আইস্ক্রিম ১.৬১ পয়েন্ট যোগ করেছে।