দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৩ বারে ৮০ হাজার ১০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে একমি পেস্টিসাইডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪১ বারে ৯ লাখ ২৯ হাজার ১৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২৪ বারে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: কে অ্যান্ড কিউ, এডিএন টেলিকম, দেশবন্ধু পলিমার, বিকন ফার্মা, আইটি কনসালটেন্টস, হামি ইন্ডাস্ট্রিজ, এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।