দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০ বারে ৮৯ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮১ বারে ৩৩ হাজার ১৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৮ বারে ৬ লাখ ৭৭ হাজার ১৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধে: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ২.৯৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, রানার অটোমোবাইলসের ২.৯৯ শতাংশ এবং কহিনুর কেমিক্যালসের ২.৯৯ শতাংশ দর কমেছে।