দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টানা দরপতনের পর ১০ কার্যদিবস পর ডিএসইতে সূচক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে সাড়ে ২৩ পয়েন্ট। মুলত ১০ কোম্পানিতে ভর করে ডিএসইতে সুচকের এমন উত্থান হয়েছে।

কোম্পানি ১০টি হলো: স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ব্যাংক, ইউনিক হোটেল এবং পাওয়ারগ্রীড কোম্পানি লিমিটেড।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, গত ১০ কার্যদিবস টানা সূচকের দরপতনে অধিকাংশ বিনিয়োগকারীর পুঁজি শেষের পথে। এ অবস্থায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে টানা উত্থানের বিকল্প নেই বলে মনে করছেন তারা। তাছাড়া পুঁজিবাজার স্থিতিশীল রাখতে ভালো মৌল ভিত্তি শেয়ারের বিনিয়োগ বাড়াতে হবে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩ টির, দর কমেছে ১২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০ টির। ডিএসইতে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৮১ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ৬৭ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২ পয়েন্টে। সিএসইতে ২০১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০ টির দর বেড়েছে, কমেছে ১০৪টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।