দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৭৩২ বারে ৩২ লাখ ৯৯ হাজার ৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০ বারে ১১ লাখ ৩৩ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সমতা লেদার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ২৮৯ বারে ৬০ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: জেএমআই হসপিটালের ৩.২১ শতাংশ, উত্তরা ব্যাংকের ৩.০৬ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ২.৯০ শতাংশ, নাভানা ফার্মার ২.৫৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২.৩৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২.২২ শতাংশ এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের ২.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।