ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল লিমিটেড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৮ বারে ২৩ লাখ ৪ হাজার ৮০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৬৫৫ বারে ৬ লাখ ৬৩ হাজার ৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮৮ বারে ১৬ লাখ ২০হাজার ১৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ফাইন ফুডসের ৮.৩১ শতাংশ, গোল্ডেন সনের ৭.৯৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.২৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.১৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৬.০১ শতাংশ, যমুনা ব্যাংকের ৫.৩৪ শতাংশ এপেক্স ফুডস লিমিটেডের ৫.১৬ শতাংশ দর বেড়েছে।