দেশ প্রতিক্ষণ, ঢাকা: পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন।

মঙ্গলবার ভারতের সময় রাত ১টা ৪৪ মিনিটে পাকিস্তান ও পোকে’র সেই ঘাঁটিগুলোতে আঘাত হানে যেখান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল। ‘অপারেশন সিন্দুর’ নামক এই অভিযানে রাতভর মোট ৯টি স্থানে সুনির্দিষ্ট হামলা চালানো হয়।

গত ২২ এপ্রিল পাহালগামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযানে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন।

ভারত বলেছে, ‘আমাদের হামলাগুলো সুনির্দিষ্ট, পরিমিত এবং পরিস্থিতি যাতে অবনতি না হয় তা বিবেচনা করে চালানাে হয়েছে। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং তা বাস্তবায়নের পদ্ধতিতে যথেষ্ট সংযম দেখিয়েছে। আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করছি, যে এই হামলার জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করতে বাধ্য করা হবে।’

সূত্রের খবর, এই হামলা ছিল পাহালগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রথম ধাপের অংশ, এবং পাকিস্তানের প্রত্যাঘাতের ওপর ভিত্তি করে আরও পদক্ষেপ নেওয়া হবে। জবাবে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় গ্রামগুলোতে গুলিবর্ষণ ও আর্টিলারি শেল নিক্ষেপ করে। এতে তিনজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানের ডিজি আইএসপিআর, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত কোটলি, মুড়িদকে, বাহাওয়ালপুর, চাক আমরু, ভীমবের, গুলপুর, সিয়ালকোট এবং মুজাফফরাবাদের দুটি স্থানে হামলা করেছে।

সিয়ালকোট, বাহাওয়ালপুর, চাক আমরু এবং মুড়িদকে আন্তর্জাতিক সীমান্তের ওপারে এবং বাকি অংশ পোওকে-তে নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত। মুরিদকে হলো হাফিজ সাঈদ কর্তৃক পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদর দপ্তর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর হএা মাসুদ আজহার কর্তৃক পরিচালিত জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারতের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ ঘোষণার সমুচিত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং এর যোগ্য জবাব দেওয়া হচ্ছে।’ সূত্র: এনডিটিভি