শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: দুই সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বড় মূলধনী তিন কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের কিছুটা দরপতন হয়েছে। সূচকের পতনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

তবে সূচকের পতন হলেও ভয়ের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ সূচকের উঠানামার মধ্যে বাজার স্থিতিশীল হবে। গত দুই সপ্তাহ সূচকের উঠানামার মধ্যে দিয়ে স্থিতিশীলতার আভাস দিচ্ছে পুঁজিবাজার। তবে সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে সূচকের উত্থানের দেখা মেলে। তার আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসেই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৩পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, দর কমেছে ১৯৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। ডিএসইতে ৪১৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩ কোটি ৮২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে। সিএসইতে ১৯০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩ টির দর বেড়েছে, কমেছে ৯৩ টির এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।