ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে শীর্ষ চার কোম্পানি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০৩-১৮ ৬:০১:৫২ অপরাহ্ন

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে ছিলো শীর্ষ চার কোম্পানির শেয়ার। চার কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচক বেড়েছে ৬ পয়েন্টের বেশি। তবে দিনশেষে ডিএসইর সূচক বেড়েছে ৪.৮৫ পয়েন্ট।
কোম্পানি চারটি হলো: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ার ইতিবাচক ছিল। মুলত বড় মূলধনী এই চার কোম্পানির শেয়ার ইতিবাচক থাকার কারণে এদিন ডিএসইর প্রধান সূচক ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়।
কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর প্রধান সূচকে যোগ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ২.৫৫ পয়েন্ট, ইসলামী ব্যাংক ১.৭৮ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক ১.৩৯ পয়েন্ট ও স্কয়ার ফার্মা ১.৩১ পয়েন্ট।