নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে পৃথক পরিকল্পনা চেয়েছে বিএসইসি

দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দেওয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি যা নেগেটিভ ইক্যুইটি নামে পরিচিত তা বর্তমানে অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এই সমস্যার সমাধানে প্রতিটি ব্রোকারেজ হাউজের কাছ থেকে পৃথক পরিকল্পনা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।তিনি বলেন, আপনারা যে প্রস্তাব দিয়েছেন, সেটি একেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একেক রকম। সবার সমস্যা এক নয়।
তাই কার কী ধরনের সমস্যা রয়েছে এবং কীভাবে নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করা যেতে পারে, সেই বিষয়ে আলাদা আলাদা করে পরিকল্পনা দিলে আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করব। এই বৈঠকের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা সমস্যাগুলোর বাস্তব চিত্র জানতে চায় যাতে ভবিষ্যতে কার্যকর সমাধান ও নীতিগত নির্দেশনা দেওয়া সম্ভব হয়।