সপ্তাহজুড়ে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ১৪০ কোম্পানির ১০০ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে শীর্ষ ১০ কোম্পানির। কোম্পানিগুলো হলো: এসিআই, ফাইন ফুডস, এসইএমএল লেকচার ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, রেনেটা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং প্রিমিয়ার সিমেন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৭৮ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে এসিআই লিমিটেডের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৯ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮২ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ এসইএমএল লেকচার ফান্ডের ৭ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০ টাকায়। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০৩ টাকায়।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে: মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৫ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৫ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের ৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।