মনির হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: দীর্ঘ মন্দার পর অবশেষে ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে রয়েছে শীর্ষ আট কোম্পানি। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট সূচকের উত্থান হয়েছে। ডিএসইর সূচকের উত্থানের শীর্ষ আট কোম্পানি মিলিতভাবে সূচকে প্রায় ১৬ পয়েন্ট যুক্ত করেছে।

কোম্পানি ৮টি হলো: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা লিমিটেড, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেড। এই কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধির ফলে বাজারের সার্বিক চিত্র ইতিবাচক হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ সূচক যোগ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, যা ডিএসইএক্স সূচকে ৩.৯২ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় অবস্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), যা সূচকে ৩.০১ পয়েন্ট যোগ করেছে এবং তৃতীয় সর্বোচ্চ ২.১৮ পয়েন্ট যোগ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

সূচক বৃদ্ধির নেপথ্যে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ২.০৪ পয়েন্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ১.৩১ পয়েন্ট, রবি আজিয়াটা লিমিটেড ১.১৬ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড ১.০৬ পয়েন্ট এবং গ্রামীণফোন লিমিটেড ১.০৪ পয়েন্ট যোগ করে সূচকের উত্থানে অবদান রেখেছে। তবে কোম্পানিগুলোর এই সম্মিলিত অবদানে বাজারে তৈরি হয়েছে এক ইতিবাচক সেন্টিমেন্ট।

বিশ্লেষকরা বলছেন, এত সংখ্যক কোম্পানির দরবৃদ্ধি বাজারে আস্থার কিছুটা ইঙ্গিত দেয়। এতে করে নতুন বিনিয়োগকারীদের আগ্রহ যেমন বাড়বে, তেমনি পুরোনো বিনিয়োগকারীরাও নতুন করে উৎসাহিত হবেন।