দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ। আর ৯ দশমিক ৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে: বিডি কম অনলাইন ৯.৭২ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্স ৯.৬৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.৬১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, বিডিথাই, ই-জেনারেশন।