মুশফিক রায়হান : নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের জনগণ। শনিবার (১১ অক্টোবর) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানারে লেখা ছিল—

দাবি আমাদের একটাইনোয়াখালী বিভাগ চাই
নোয়াখালী হবে দেশের নবম প্রশাসনিক বিভাগ
এবং “আব্দুল মান্নান, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধানোয়াখালী (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী

ব্যানারে সৌদি প্রবাসী আব্দুল মান্নানের নাম ব্যবহার করলেও মানববন্ধনটি ছিল সম্পূর্ণভাবে অম্বরনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণের উদ্যোগে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, নোয়াখালী একটি ঐতিহ্যবাহী ও জনবহুল অঞ্চল। প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে একে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।

এ সময় উপস্থিত জনতা স্লোগান তোলেন—

দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই
বিভাগ বিভাগ বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই

ঢাকাস্থ নোয়াখালীর বিভিন্ন সংগঠনের সদস্যরাও এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, “নোয়াখালীকে বিভাগ করা হলে চট্টগ্রাম বিভাগের চাপ কমবে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়ন নতুন গতি পাবে।”

সমাবেশ শেষে আয়োজকরা সরকারের কাছে দ্রুত নোয়াখালীকে দেশের নবম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানান।