দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক (জুলাই ২৫-সেপ্টেম্বর ২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ৪৩ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১২ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৭ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২ টাকা ৪২ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৯৬ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায়, এবং রেকর্ড ডেট ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।