৩ ব্রোকারেজ হাউজের অসঙ্গতি খতিয়ে দেখতে বিএসইসির কমিটি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের সদস্যভুক্ত তিনটি ব্রোকারেজ হাউজের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে অসঙ্গতি খতিয়ে দেখতে দুই সদস্য করে পৃথক তিনটি পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিগুলোকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রোকারেজ হাউজগুলো হলো-ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-২২৭ ও সিএসই ট্রেক নম্বর- ৪৩), ইত্তেহাদ সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১১০) ও কোস্ট টু কোস্ট সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর- ১৯৮)। সম্প্রতি এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া বিএসইসির জারি করা আদেশ ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, ইত্তেহাদ সিকিউরিটিজ ও কোস্ট টু কোস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ইত্তেহাদ সিকিউরিটিজের গঠিত পরিদর্শন কমিটির সদস্যরা হলেন-বিএসইসির সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম ও মো. আব্দুল আওয়াল।
ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানির গঠিত পরিদর্শন কমিটির সদস্যরা হলেন: বিএসইসির উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভুঁইয়া। কোস্ট টু কোস্ট সিকিউরিটিজের গঠিত পরিদর্শন কমিটির সদস্যরা হলেন: বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান ও সহকারী পরিচালক সানজিদা রহমান।
জানা গেছে, পরিদর্শনকালে ব্রোকারেজ হাউজটির স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে কার্যক্রম, সিকিউরিটিজ আইন পরিপালনের অবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে।এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়-দায়িত্ব পরিপালন,
তদারকি, পুনর্মূল্যায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক এএমএল/সিএফটি (অ্যান্টি-মানি লন্ডারিং/কাউন্টার-টেরোরিজম ফাইন্যান্সিং) সিস্টেম চেক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালিত হবে।



