দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ মার্চ ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালী সময়ে ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সব মিলে কোম্পানিটি ২০৯-২০ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৯৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৪.০১ টাকা। ৩ মার্চ ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.০৫ টাকায়।

কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ জুলাই অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট শেয়ারবাজার পুনরায় চালু হওয়ার ১৫তম দিন নির্ধারণ করা হয়েছে।