আবারো খালেদার বিরুদ্ধে মানহানি মামলা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০১ ১০:৪৮:৪১ পূর্বাহ্ন
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো মানহানি মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জের নাম পাল্টে দেয়া হবে- এমন বক্তব্য প্রদান ও ওই জেলার অধিবাসীদের গোপালী বলা বলে মন্তব্য করায় ,
বুধবার সকাল ১০টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজিবুর রহমান মোল্লা। বেলা ১১টায় এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।