নির্বাচন স্থগিত না করলে হাসিনা রাজনৈতিক অস্তিত্ব হারাবেন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপি চেয়ারপারসনের বলেছেন বাকশালী নীল নকশার একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত না করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিকভাবে কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ’ শীর্ষক এক চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শওকত মাহমুদ বলেন, শেখ হাসিনা যদি ৫ জানুয়ারি নির্বাচন স্থগিত করে সংলাপ ও সমঝোতার মধ্যে দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকাররের অধীনে নির্বাচন দেন তাহলে তিনি রাজনৈতিকভাবে বেঁচে থাকবেন। অন্যথায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে থাকবে না।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।