ঈশ্বরদীতে দিনদুপুরে পিটিয়ে হত্যা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ৫:৪৩:০৮ অপরাহ্ন
পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গুচ্ছগ্রামে বৃহস্পতিবার আবুল প্রামানিক ওরফে আবু (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু ওই গ্রামের জামিল প্রামানিকের ছেলে।
ঈশ্বরদী থানার এসআই রিয়াজুল হাসান জানান, আবুল প্রামানিক ওরফে আবু ভবানীপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পর পাশ দিয়ে যাবার সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ছাদেক মণ্ডলের ছেলে রফিক মণ্ডল তাকে বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।