টেকনাফ: টেকনাফ স্থলবন্দরে কাঠ চাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু ঘটেছে।রবিবার সকাল ১১টায় টেকনাফ স্থল বন্দরে মিয়ানমার থেকে আমদানিকৃত ট্রলার থেকে কাঠ আনলোড করার সময় টেকনাফ লেদা আন রেজিঃ রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের আবুল হাশেমের ছেলে মোঃ হাসান (২৫) কাঠ চাপা পড়ে গুরুত্বর আহত হয়।
এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ক্যাম্পের মুসলিম এইড পরিচালিত হাসপাতালে ভর্তি করায়। পরে বিকাল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্ট জিএম মাকসুদুর রহমান শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য ইতিপূর্বে বন্দরে কাঠ চাপায় আরো ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু ঘটেছিল।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা জানিয়েছেন, মিয়ানমার থেকে আমদানিকৃত কাঠ আনলোডে ক্রেনের ব্যবস্থা না থাকায় কাঁধে বহন করে কাঠ লোড-আনলোড করতে গিয়ে বারবার শ্রমিকের মৃত্যু ঘটছে।