শনিবার থেকে সিরাজগঞ্জে ৪৮ ঘন্টার হরতাল
সিরাজগঞ্জ: ৪৮ ঘণ্টার টানা হরতাল ডাক দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি। শনিবার ও রোববার ৪৮ ঘন্টার হরতাল আহ্বান করছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হরতালের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী শনিবার ও রোববার ৪৮ ঘন্টার হরতাল আহ্বান করছি।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে জেলা বিএনপি এই হরতাল আহ্বান করেছে।
১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে পালিত হচ্ছে। ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে প্রধান ১৮ দল পাঁচবার অবরোধ কর্মসূচি পালন করে