বিরোধী দলের গুটি কয়েক সন্ত্রাসীর হরতাল: কামরুল
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৪ ১:২২:৫০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ঢাকা মহানগর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “বিরোধী দল গুটি কয়েক দাগী সন্ত্রাসী দিয়ে হরতাল করার চেষ্টা করছে। কিন্তু মানুষ তাদের হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে।
জনগন হরতাল চায় না। জনগন শান্তির চায়। কিন্তু বিরোধী দল হরতাল দিয়ে জনগনের ভোগান্তি সৃষ্টি করছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী সমর্থক জোটের হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এডভোকেট কামরুল বলেন, মানুষ আন্দোলনের নামে নৈরাজ্য চায় না। দেশবাসী আজ অধীর আগ্রহে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিছে।
কাল নির্বাচন, জনগন ভোট দিতে নির্বাচনে যাবে। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নগর নেতা আব্দুল হক সবুজ বক্তব্য রাখেন।