১০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়নি,সড়ক অবরোধ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ১১:২৯:৫৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও: ঠাকুরগাওয়ে নির্বাচনের পূর্বরাতে কেন্দ্রগুলোতে নির্বাচন বিরোধীরা হামলা চালালে নির্বাচন সংশ্লিষ্টরা পালিয়ে আত্মরক্ষা করেন। অনেকে মারপিট খেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আজ দুর্বৃত্তরা ঠাকুরগাও –রুহিয়া, আখানগর- গুঞ্জরা সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখেছে।
ঠাকুরগাও ১ আসনে সদর উপজেলার ৩টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেলাজান আনসারিয়া মাদরাসা ও আরাজি ঝাড়গাও রেজি. প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া এখনও ১০টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।
এগুলোর মধ্যে রয়েছে লাউথুতি এসসি উচ্চ বিদ্যালয়, বোচাপুকুর ইক্ষু খামার রে. প্রাথমিক বিদ্যালয়, বাঁশগাড়া দাখিল মাদরাসা, ভেলাজান উচ্চ বিদ্যালয়, বিআখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।