ঢাকা ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা।
তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণ উল্লেখ করে বলেছেন বিপক্ষ প্রার্থীর সন্ত্রাসী বাহিনীরা ইতিমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে নিয়েছেন।তাদের সন্ত্রাসী কার্যকলাপের কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এ ঘোষণা দিলেন তিনি।
রোববার বেলা ১২টায় নির্বাচন কমিশন বরাবর পাঠানো একটি চিঠির মাধ্যমে নির্বাচন বর্জনের কথা জানিয়েছেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, ‘ঢাকা-১৫ আসনের ১২৯টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে সরকার দলের সন্ত্রাসীরা। তারা জোরপূর্বক জাল ভোট দিচ্ছে।
এখলাস উদ্দিন মোল্লা হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেলেন। আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার ছিলেন তার প্রতিদ্বন্দ্বী।