দিনাজপুর পুলিশের গুলিতে নিহত ১ গুলিবিদ্ধ ৩
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ৩:২৭:৩৯ অপরাহ্ন
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত যুব জাগপার সাধারণ সম্পাদক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হয়েছে।
নিহত যুব জাগপার সাধারন সম্পাদক রায়হান মাসুদ (৩০) পার্ববতীপুর উপজেলার মন্মথপুর ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম রসুলের পুত্র বলে জানাযায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ১০ম জাতীয় নির্বাচনের ভোট গ্রহন চলাকালীন সময়ে দুপুর দেড়টার সময় ১৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংর্ঘষ বাধে এসময় পুলিশ ১৮ দলের নেতাকর্মীদের উপর গুলি ছুড়ে মারলে রায়হান মাসুদসহ ৪ জন গুলিবিদ্ধ হয়।
আহদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাসুদ নিহত হয়। মাসুদের নিহত হওয়ার সংবাদ জেলা যুব জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম নিশ্চিত করেছেন।