নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসিতে জাপা
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল দশম জাতীয সংসদ নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে এসেছে।এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধি দল দুপুর ২টার দিকে ইসিতে আসে।
তাজুল অভিযোগ করে বলেছেন ভোট কেন্দ্র থেকে তাদের নিজেদের প্রার্থীর পোলিং এজেন্টকে প্রশাসনের সহায়তায় বের করে দেয়া হয়েছে।
তারা নির্বাচন কমিশনার আবু হাফিজের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ দেন। অভিযোগে তারা বলেন, ‘বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর পোলিং এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এতে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রত্যক্ষ সহায়তা করে।’
এছাড়া তাদের ভোটারদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
ছয় সদস্যের এ প্রতিনিধি দলের অন্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, শওকত চৌধুরী, যুগ্ম-দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল ও ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্পাদক সৈয়দ ইফতেখার আহমেদ।
সাক্ষাৎ শেষে যুগ্ম-দপ্তর সম্পাদক জুয়েল বাংলামেইলকে বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখতে এখানে এসেছি। পাশাপাশি আমাদের কিছু অভিযোগ সম্পর্কে ইসিকে অবহিত করেছি।’