পঞ্চগড়-১ আসনে জাসদ ২ আসনে আ’লীগ নির্বাচিত
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৬ ১২:২৩:০৩ অপরাহ্ন
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের নাজমুল হক প্রধান মর্শাল প্রতিক ৪৬৯৫৫ টি ভোট পেয়ে নির্বাচিত নিকটতম প্রতিদ্বন্দী পঞ্চগড়-১ সংসদ সদস্য মঝারুল হক সর্মথীত লাঙ্গল প্রতীক নিয়ে আবু ছালেক ১১৫টি কেন্দ্রের ভোট পেয়েছেন ৩৭৯০৮ টি ।
পঞ্চগড় ২ আসনে আ’লীগ মনোনীত নুরুল ইসলাম সুজন ১১৪ টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত নিকটতম প্রতিদ্বন্দী জাসদের এমরান আলামিন মর্শাল প্রতিক ভোট পেয়েছেন ৭ হাজার ২৯২ টিজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ভোট গণণা শেষে রাত ৯.৩০ মিনিটে পঞ্চগড়-১ ও রাত ১১ টায় পঞ্চগড় ২ আসনে নির্বাচিত প্রাথীর নাম বেসরকারী ভাবে ঘোসনা করেন জেলা প্রশাসক সালাহ উদ্দীন আহম্মেদ,
তিন আরো জানান পঞ্চগড়-১ বাতিল ভোট ১ হাজার ৯’শ ৮৩ টি ও পঞ্চগড়-২ বাতিল ২ হাজার ৮’শ ৮৯ টি ভোট