পাহাড়তলী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৬ ৪:৫৬:৪০ অপরাহ্ন
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আমবাগান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর প্রায় ১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি দল সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার স্টেশন থেকে গাড়ি পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনা করে তিনটি স্টেশন থেকে সাতটি গাড়ি পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।