স্থগিত আসনগুলোতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারী
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: ৫ জানুয়ারীর দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া জাতীয় সংসদের ৮টি আসনের প্রায় সাড়ে তিনশ কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকেলে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২৪ জানুয়ারির আগে আমরা আমাদের সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চাই। সে জন্যই ১৬ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।’
কমিশন সূত্রে জানা গেছে, ‘সহিংসতায় ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলোর কক্ষকে পুনঃসংস্কার করে ভোটগ্রহণের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হবে।’
১৬ জানুয়ারি যে আটটি আসনে নির্বাচন হবে সেগুলো হলো- দিনাজপুর-৪, কুরিগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১।