আলোচনা হতে হবে শর্ত ছাড়া:খালেদা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ১:১৪:০৬ পূর্বাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: ১৮ দলীয় জোটের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, আলোচনার জন্য তিনি প্রস্তত এবং আলোচনার মাধ্যমেই সমাধান হতে হবে বলে মনে করেন।
তবে খালেদা বলেন, কারও বেধে দেয়া শর্তে বিএনপি আলোচনায় বসবে না।আলোচনা হতে হবে শর্ত ছাড়া। সরকারকে আলোচনার পরিবেশ তৈরী করতে হবে।
এদিকে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে তিনি বলেছেন, বিএনপি তাদের রাজনীতির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কারো দ্বারা নির্দেশিত হবে না।
তিনি বলেন, আলোচনার আগে তার দলের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, তাদের কার্যালয় খুলে দিতে হবে এবং তাকে বাড়ি থেকে বের হতে দিতে হবে।
খালেদা জিয়া বলেন, বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাবে।
রোববারের নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন খালেদা জিয়া।