গরুর মাংসের কেজি ১৮০ টাকা !
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ১১:৪২:২২ পূর্বাহ্ন
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ে গরুর মাংসের কেজি ১৮০ টাকা। জেলার গরু ব্যাবসায়ীদের সাথে কাথা বলে জানাগেছে, ঢাকা সহ জেলার বাইরের গরু ব্যবসায়ীরা হরতাল অবরোধের কারণে আমাদের কাছ থেকে গরু ক্রয় করে নিয়ে যেতে পারছেনা এবং আমাদের অনেক লোকসান গুণতে হচ্ছে।
জেলার কশায়দের কাছে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে। এ কারনে পঞ্চগড়ের হাট বাজারে ১৮০ টাকা দরে গরু মাংস বিত্রি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ৪টি গরু জবাই হয়েছে। পাশাপাশী কশাইয়েরা বাজারে মাইকিং দিয়ে কমদামে মাংস বিত্রি করছে।
একজন ব্যবসায়ী জানান, কম দামে গরু কিনতে পারছি। সে কারণে আমরা প্রতি কেজি মাংসের দাম নিচ্ছি ১৮০ টাকা।