খাবার নিয়ে খালেদার বাসায় ঢুকতে পারেননি জেবা খান
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ৩:৩১:২০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় দলের নির্বাহী কমিটির সদস্য জেবা খানকে খাবার নিয়ে যেতে চাইলে পুলিশ তাকে বাঁধা দেয়। এসময় জেবা খান ক্ষোভে ফিরে আসেন।
জেবা খান সাংবাদিকদের বলেন,দেশে এখন কি হচ্ছে?গণতন্ত্র বলে দেশে কিছু নেই।আ’লীগ সরকার গায়ের জোরে সবকিছু তাদের ইচ্ছামত করছে। দেশে গণতন্ত্রের নামে বাকশালী শাষন চলছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেবা খান গুলশানে খালেদা জিয়ার বাসায় রান্না করা খবার নিয়ে যান। এসময় পুলিশ তাকে ঢুকতে নিষেধ করে। তিনি বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বললে পুলিশ তাকে চলে যতে বলে। অন্যথায় আটক করা হবে বলে জানায়। এর পর জেবা খান চলে আসেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসীচ ঘোষণার পর থেকে খালেদা জিয়ার বাসায় কাউকে ঢুকতে দেয়া হ্চ্ছ না।