দুর্বৃত্তদের হামলায়র ঢাবির গ্রন্থাগারে ৩০টি এসি ভাঙচুর
এম এ লতিফ, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ছাদে সংযুক্ত ৩০টি এসির সংযোগ বিচ্ছিন্ন ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
আজ দুপুর ১২.৩০ মিনিটে গ্রন্থাগারের কর্মচারীরা ছাদে গেলে ভাঙচুরের এ ঘটনাটি তাদের দৃষ্টি গোচর হয়।পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর কে জানালে তিনি সরেজমিনে গিয়ে তা পর্যবেক্ষণ করেন। সেখানে দিয়ে দেখা যায়,
দুর্বৃত্তরা গ্রন্থাগারের এসিগুলোর মটর নিতে ব্যর্থ হয়ে তারা এসি গুলো ভাঙচুর করে ও তার সাথে থাকা তামার তার গুলো নিয়ে যায়।প্রোক্টর এম আমজাদ আলী আজকের বাংলাদেশ ২৪.কমকে জানান, এটি একটি আতঙ্কজনক ঘটনা।
এত নিরাপত্তার মাঝে দুর্বৃত্তরা কীভাবে এ ঘটনা ঘটালো আমরা তা খতিয়ে দেখবো এবং অপরাধীদের নামে থানায় মামালা করা হবে।
শাহবাগ থানার এস আই ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে বলেন, সম্ভবত এটা চুরির ঘটনা, আমরা বিষয়টি আর ব্যাপক ভাবে অনুসন্ধান করবো।