আমি দলের মুখপাত্র নই: রওশন
মান্না আতোয়ার, ঢাকা: দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশের প্রধান দুই দল সংলাপের মাধ্যমে তাদের ঐক্যমতে আসতে পারেনি।
কিন্তু গণতন্ত্রকে বাঁচাতে জাপা নির্বাচন করেছে বলে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ মন্তব্য করেছেন।
ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনের যাওয়ার নির্দেশ দিয়েছেন জন্যই আমরা নির্বাচনে গিয়েছি। তিনি এখনো আমাদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে যাচ্ছেন।
একই সঙ্গে আগামীতে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানও তিনি।
রওশন এরশাদ বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী বলেই দশম জাতীয় সংসদ নির্বাচনে জাপা অংশ নিয়েছে।
কিন্তু দেশের মানুষের মনের ভাষা উপলব্ধি করে জাপা চায় সংঘাত ও কর্মসূচির পথ পরিহার করে সংবিধানের আওতায় আগামীতে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ হোক।
সংসদ ভবনের ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী, মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ।