ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১১ ১১:১১:৪১ পূর্বাহ্ন
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে রেল স্টেশনের আউটারে শনিবার ভোর রাতে মালবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ বিষয়টি ফেনী রেলওয়ে কর্তৃপক্ষ দেখবে।
ফেনী রেলওয়ের প্রকৌশলী আবদুল হালিম জানান, ফেনী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সকাল সাড়ে ১১টা বাজতে পারে।
এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ায় কুমিল্লা রেল স্টেশনে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ও ফেনী রেলস্টেশনে ঢাকাগামী ঢাকা মেইল অপেক্ষা করছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়। এতে আটকা পড়া ট্রেনের যাত্রীদের ভোগান্তি বেড়েছে।