নাটক শেষ,বিরোধী দলীয় নেতা রওশন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১১ ৫:৪২:৪২ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিভিন্ন নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেসে দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন জাপা চেয়ারম্যান পত্নী রওশন এরশাদ। এ বিষয়ে জাতীয় সংসদরে গেজেট চূড়ান্ত করা হয়েছে।
জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জয়নুল আবেদিন আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন সে বিষয়ে নিশ্চিত করেছেন ।
এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ সোমবার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসার নিচে বলেছিলেন, ‘এখন থেকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।’
ফিরোজ রশীদ বলেন, ‘আমরা যারা জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারা রওশন এরশাদকেই বিরোধীদলীয় নেতা করে সংসদে নিয়ে যাবো।’