ককটেল বিস্ফোরণে বাড্ডায় আটক ১
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ১:১৪:৪০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: পুলিশ ককটেল বিস্ফোরণ ঘটনায় রাজধানীর মধ্যবাড্ডা থেকে একজনকে আটক করেছে।তাকে সন্দেহেরকারণে আটক করা হয়েছে বলে জানা যায়।
রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিলিআজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্য বাড্ডার আরএফএল সেন্টারের সামনে কয়েকজন যুবক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় কাউসার আহমেদ (৩৪) নামের একজনকে সন্দেহজনক আটক করা হয়।
আটককৃত কোনো রাজনীতির সাথে জড়িত আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।