সন্ধ্যায় খালেদার সাথে বৈঠক করবেন সুইডেন রাষ্ট্রদূত
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৪ ১২:৫৩:১৩ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করবেন সুইডেনের রাষ্ট্রদূত।
চেয়ারপারসনের কার্যালয়ের অন্যতম নির্বাহী কর্মকর্তা জসিমউদ্দিন আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি জানিয়েছেন।
জসিমউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত এ্যানিলি লিনডাল কেনী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।