মন্ত্রীরা সংখ্যালঘূদের পরিদর্শনে যাননি: সুরঞ্জিত
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৪ ২:৩৬:১০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর সবকিছুই ঠিকঠাক চলছে। কিন্তু সংখ্যালঘুদের জীবন ঠিক চলেনি। জামায়াত-শিবিরের তান্ডবে সংখ্যালঘূদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।
যে কারণে সংখ্যালঘূ পরিবারের সদস্যরা স্বাধীন দেশে বাস করেও বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে জীবন যাপন করতে হচ্ছে। সংখ্যালঘুদের উপর আক্রমণের পর কোনো মন্ত্রী এখনো আক্রান্ত মানুষদের পরিদর্শনে যাননি। তিনি সব দলের সমন্বয়ে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিএনপির প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, আপনারা জামায়াতকে ছেড়ে আসুন। আলোচনার পথ খোলা আছে। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।