বরিশালে ১০লাখ টাকার অবৈধ নোট বই উদ্বার
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৬ ২:১৩:১৪ অপরাহ্ন
শামীম আহসান, বরিশাল: বরিশালে ১০ লাখ টাকার মূল্যের অবৈধ নোট বই উদ্বার করেছে প্রশাসন।গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও শফিউল্লাহর নেতৃত্বে ঢাকা থেকে বরিশালে আসা পারাবত-১১ লঞ্চে অভিযান চালায় ভ্রাম্যান আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় লঞ্চ ঘাট এলাকা থেকে এ অবৈধ নোট বই উদ্বার করা হয়। এসময় তারা অনান্য বইয়ের সাথে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৮০ বস্তা নিষিদ্ধ গাইড বই আটক করেন।
ঢাকা থেকে লঞ্চ যোগে আনা রহমানিয়া লাইব্রেরী ও ইসলামীয়া লাইব্রেরীর এ বইগুলো এনেছে বলে প্রশাসন জানিয়েছে।
তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিট্রেট কামরুজ্জামান। এদিকে ,অভিযানের খবর পেয়ে রহমানিয়া লাইব্রেরীর দোকান মালিক দোকান বন্ধ করে পালিয়ে গেছে ।