খালেদা নির্বাচনের পর জনবিছিন্ন: নানক
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে নগ্ন মিথ্যাচারে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে মেতে ওঠেছেন। জনগণ তার ডাকে আন্দোলনে সাড়া না দিলে তিনি নতুন করে কৌশল অবলম্বন করছেন।
শুক্রবার সকালে আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নানক বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনের পর জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই এখন আবার সংবাদ সম্মেলন করে অপরাজনীতিতে লিপ্ত হয়েছেন।’
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আশা ছিল তিনি নির্বাচন বানচালের নামে সারাদেশে যে নৈরাজ্য, সহিংসতা, ভাঙচুর বোমাবাজি, মানুষ হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করেছেন তার ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তা না করে আবারো নতুন করে জনগণকে বিভ্রান্ত করার নগ্ন রাজনীতিতে লিপ্ত হয়েছেন।’
এসময় তিনি খালেদা জিয়ার প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি আপনি সহিংসতা ত্যাগ করে যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সঙ্গ ছেড়ে শান্তির ধারায় সম্পৃক্ত হবেন। কারণ শান্তি এবং গণতন্ত্রের জয় অনিবার্য।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।