গণমাধ্যমের সাথে অম্লমধুর সম্পর্ক কাম্য নয়: ইনু
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণমাধ্যমের জন্য একটি সম্প্রচার নীতিমালা থাকা দরকার। গণমাধ্যমের ওপর নজরদারি করা এটা সরকারের দায়িত্ব নয়। গণমাধ্যমের সঙ্গে মন্ত্রণালয়ের একটি অম্লমধুর সম্পর্ক তৈরি হোক এটা কারও কাম্য নয়।
রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ে তথ্য অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘আমরা চাই স্বাধীন তথ্য কমিশন তাদের সঙ্গে গণমাধ্যমের একটি গভীর সম্পর্ক তৈরি করুক। জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও মিথ্যাচারের যে গুজব চলছে তা নিরসনে তথ্য মন্ত্রণালয় লড়াই করে যাবে। সামরিক হস্তক্ষেপের জন্য ইতিহাসে স্বাভাবিক গতি রক্ষা করতে পারেনি এদেশ।’
মন্ত্রী আরো বলেন, ‘১শ দিনের কাজের ভিত্তিতে তার মন্ত্রণালয় যাত্রা শুরু করবে। এই ১শ দিনে কি করলাম তার মূল্যায়ন করা হবে। এই মুহূর্তে আমরা ১শ দিনের একটি কাজের ফর্দ করব।’
পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিন থেকে সাত দিনের অনুষ্ঠান করার পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রী।