কংগ্রেসের বিরোধীতায় মুখর সুষমা
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ভারতে রাজনৈতিক শিবিরগুলোর দ্বৈরথ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে৷ সেই রেশ ধরেই আজ রবিবার মাঠে নেমে কংগ্রেসকে তুলোধোনা করলেন সুষমা স্বরাজ৷
এদিন প্রকাশ্য জনসভায় রাজ্যসভার বিরোধী দলনেত্রী বলেন, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছি আমরা৷ কিন্তু এবিষয়ে এখনও চুপ করে রয়েছে কংগ্রেস৷ প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করা নিয়ে তাদের বক্তব্য হজম করা যায় না৷ আসলে সম্প্রতি বিধানসভা ভোটে দলের ভরাডুবি দেখে চিন্তার ভাঁজ পড়েছে কংগ্রেসের কপালে৷ ২০১৪ তে দিল্লি থেকে যে তাদের চিহ্ন মুছতে চলেছে সেটা স্পষ্ট৷ হারের ভয়েই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে ভয় পাচ্ছে কংগ্রেস৷
তিনি আরও বলেন, রাজস্থানে মুখ থুবড়ে পড়েছে হাত৷ গত বছর দেশে মুদ্রাস্ফীতি ও অন্যান্য সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেছিলেন, আগের সরকার আমাদের হাতে ফাঁকা গ্লাস দিয়ে গিয়েছে৷ যদি তাই হয়, তাহলে গত দশ বছরে গ্লাস পূর্ণ হল না কেন প্রশ্ন তোলেন সুষমা৷
এছাড়াও মনমোহন সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি আর কেলেঙ্কারিতে জড়ালে গ্লাস কখনওই পূর্ণ হতে পারেনা৷ সনিয়া সরকারের কাজের ভূয়সী প্রশংসা করছেন৷ অথচ বাস্তব ছবিটাই দেখতে পাচ্ছেন না তিনি৷ আসন্ন বিধানসভা ভোটে বিজেপি ২৭২টি আসনে জিতবে বলেও এদিন দাবি করেন সুষমা৷