আদালত থেকে ৪২ বছরের জঞ্জাল দূর করার প্রতিশ্রুতি
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যত দ্রুত সম্ভব আদালতে জমে থাকা গত ৪২ বছরের জঞ্জাল (মামলার জট) দূর করব। আর বর্তমান সরকার আদালত থেকে জমাকৃত ৪২ বছরের এই জঞ্জাল দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন ।
এ ছাড়া বিচার বিভাগের মামলাজট দূর করতে উচ্চ আদালতকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাতের পরে সাংবাদিকদেরকে এ সব কথা বলেন তিনি।
প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘আমি মন্ত্রীর দায়িত্ব নিয়েছি এক সপ্তাহও হয়নি। এতো দ্রুত সবকিছু করা সম্ভব নয়। তবে যুদ্ধাপরাধীদের বিচার হবে। দিস ইজ মাই ফার্স্ট প্রাইওরিটি।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর চাকরির মেয়াদ শেষ হয়ে অবসরে যাওয়ার পরে বর্তমানে ওই ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। এ বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
‘যতো দ্রুত সম্ভব ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। ৪২ বছরের এ জঞ্জাল তড়িৎ শেষ করার ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের আইনমন্ত্রী আরো বলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন তিনি। এ ছাড়া আদালতে মামলাজট কমানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রত্যয় জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়টিও তার অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
এ ছাড়া বিচার বিভাগের কাজেও কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।