standard-ceremic

গত ১৩ জুন দৈনিক দেশ প্রতিক্ষণে ‘ঘোষণা ছাড়াই ৭ কোটি টাকার শেয়ার বিক্রি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সচিব জামাল উদ্দিন ভূঁইয়া। প্রতিবাদলিপিতে তিনি বলেন, “পরিচালকদের শেয়ার বিক্রির বিষয়ে যে সংবাদ ছাপানো হয়েছে তা সঠিক নয়। কোম্পানির পরিচালকগণ/উদ্যোক্তাগণ কোনো শেয়ার বিক্রি করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-২০১৫ এর ২(ৎ) পরিপালন করার কারণে পরিচালকগণ/ উদ্যোক্তাগণ এর শেয়ারহোল্ডিং পারসেনটেজ কমেছে।”

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটিতে মূলত এক মাসের ব্যবধানে (৩১ মার্চ-৩০ এপ্রিল) উদ্যোক্তা/পরিচালকদের হাতে থাকা মোট শেয়ারের ১৯.১৫ শতাংশ কমে যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। ওই শেয়ারের বাজারদর প্রায় ৭ কোটি টাকা। তবে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ারের হাতবদলের কোনো তথ্য ডিএসই’র ওয়েবসাইটে পাওয়া যায়নি। এমনকি প্রতিবেদক একাধিকবার কোম্পানি সচিবের সঙ্গে যোগাযোগ করলেও আলোচ্য বিষয়ে কোনো তথ্য দেননি।