প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহন করায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত আ. হ. ম. মুস্তফা কামালকেও অভিনন্দন জানিয়েছে ডিবিএ’র সভাপতি শাকিল রিজভীসহ অন্যান্যরা।ডিবিএ’র সচিব মোঃ দিদারুলগনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশের অর্থনীতিতে উন্নয়নমূলক কর্মকান্ডের গতিধারা আগামী দিনগুলোতে আরো বেশী সমৃদ্ধশালী ও বেগবান করার লক্ষে আ. হ. ম. মুস্তফা কামালকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় ডিবিএ’র প্রতিনিধিসহ সকল সদস্যবৃন্দ গভীরভাবে অভিভূত।
নব নির্বাচিত এই অর্থমন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে আশাপ্রকাশ করেছে ডিবিএ। এছাড়া বাংলাদেশ পুঁজিবারের সাথে সম্পৃক্ত সকল নবীণ-প্রবীণ নির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) অভিনন্দন জানায়।