আজ আ’লীগের জরুরি সংবাদ সম্মেলন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০১ ১:৫২:৪১ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বুধবার দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।